অবরুদ্ধ

ঝড়ের গতিতে, গাড়ি চালিয়ে তারপর প্রায় রুদ্ধশ্বাসে দৌড়ে তিন তলায় ফ্ল্যাটের দরজায় পৌঁছে বেদম হয়ে পড়ল ময়াঙ্ক, আর পারছে না সে! যদিও পারতে তাকে হবেই; এই পারা না পারার মাঝে অবরুদ্ধ তার ভালোবাসা আর নতুন বাবা হবার আনন্দ।

বিকেল পাঁচটায়, নতুন ডিলের মিটিং শেষে চেয়ারে গা এলিয়ে ময়াঙ্ক ফোনের সুইচ অন করতেই ঢুকতে শুরু করলো নোটিফিকেশন, একটা নয় অজস্র; বীথিকার মিসড কল!
আজ দুপুরে পার্ক স্ট্রিটে মিট করার কথা ভুলেই গেছিলো সে।
সব শেষে, এলো মেসেজ'টা -
"এনাফ ইজ এনাফ, সব কিছুরই একটা শেষ আছে"…
অশুভ চিন্তা গ্রাস করলো ময়াঙ্ককে, সব ভুললেও বীথিকার সুইসাইডাল টেন্ডেন্সীর কথা তার পক্ষে ভোলা অসম্ভব।

Write a comment ...

তথাগত বন্দ্যোপাধ্যায়

Show your support

Struggling writers always need support from their readers, as its too hard for the newbies managing a chance to stand on a platform where established branded authors exists.

Write a comment ...

তথাগত বন্দ্যোপাধ্যায়

Creative Writer and a freelance photographer